শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>

আখাউড়ায় দুরারোগ্যে আক্রান্ত কলেজ ছাত্রী রুবিনা বাঁচতে চায়

  |   রবিবার, ২০ জুন ২০২১ | 491 বার পঠিত | প্রিন্ট

আখাউড়ায় দুরারোগ্যে আক্রান্ত কলেজ ছাত্রী রুবিনা বাঁচতে চায়

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া জাহানারা হক কলেজের ছাত্রী মোছাঃ রুবিনা আক্তার (১৭) একটি বিরল রোগ চর্ম ক্যান্সারে আক্রান্ত। দ্রুত অপারেশন না করালে মেধাবী ছাত্রী রুবিনার জীবন সংকটাপন্ন হতে পারে। কিন্তু হতদরিদ্র পরিবার মা বাবার পক্ষে এই অপারেশনের ব্যয়ভার করা সম্ভব নয়। ঢাকা পিজি হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন তার অপারেশন, ঔষুধ ও আনুষাঙ্গিক খরচ সহ কমপক্ষে ৩ লক্ষ টাকার প্রয়োজন। রুবিনার পিতা সাধারণ ঝালমুড়ি ও ফুচকা বিক্রেতা। ভূমিহীন হতদরিদ্র পিতা আমিরুল ইসলাম পৌরসভার রাধানগর গ্রামে ভাড়া বাসায় পরিবার নিয়ে কোনরকমে দিনাতিপাত করছেন। আমিরুলের প্রথম সন্তান রুবিনা ছাড়াও আরো ২ ছেলে সন্তান রয়েছে। অর্থের অভাবে তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম। রুবিনা আক্তার আখাউড়া জাহানারা হক কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। অসহায় আমিরুল নিজের সর্বস্ব দিয়ে এতদিন পর্যন্ত মেয়ের চিকিৎসা চালিয়ে এসেছেন কিন্তু এখন চিকিৎসকরা বলে দিয়েছেন তার জরুরি অপারেশন করতে হবে। বিগত আট বছর যাবত রুবিনা অসুস্থ এই দীর্ঘ সময়ে কষ্ট হলেও কাহারো দ্বারস্থ হয় নি তার পরিবার। থেরাপি দিলে সুস্থ হবে এমনটাই প্রত্যাশা করেছিল চিকিৎসক কিন্তু এখন অপারেশন ছাড়া বিকল্প নেই । অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়েছে অপারেশন তিনটি ধাপে করতে হবে সব মিলিয়ে প্রায় তিন লক্ষাধিক টাকার প্রয়োজন। এজন্য স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক সহ সমাজের সকল সামর্থ্যবান,বিত্তবান ও জনপ্রতিনিধিদের কাছে রুবিনার পিতা-মাতা মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। আপনার ক্ষুদ্রতর সহানুভুতি পারে রুবিনা আক্তার এর চিকিৎসা চলমান রাখতে। আপনার সাহায্যের হাত প্রসারিত করলে বাঁচবে মেধাবী ছাত্রী রুবিনা জীবন।


সাহায্য পাঠানোর ঠিকানা রুবিনা আক্তার এর পিতা আমিরুল ইসলাম বিকাশ পার্সোনাল ০১৭৬৭৮৫৬২৯৫,

 


Facebook Comments Box


Posted ৮:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ২০ জুন ২০২১

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com