শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম >>

ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিদস্যুদের ছোবলে বৃদ্ধের পরিবার বাড়িছাড়া

  |   মঙ্গলবার, ১৬ জুন ২০২০ | 614 বার পঠিত | প্রিন্ট

ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিদস্যুদের ছোবলে বৃদ্ধের পরিবার বাড়িছাড়া
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বাড়ি দখলে তৎপর ভূমিদস্যু, মারধোর করে তাড়িয়ে দেয়া হয়েছে বৃদ্ধের পরিবারকে তিন মাস ধরে বাড়ি ছাড়া বৃদ্ধ রফিকুল ইসলামের পরিবার। করোনা ভাইরাস সংক্রমনের এই সময়ে মারধোর করে বসতভিটা থেকে বিতারিত করা হয়েছে তাদের।
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার চন্ডালখিলে তাদের বাড়ি দখলে তৎপর প্রভাবশালী এক ভূমিদস্যু। শুধু তাই নয়,একের পর এক মামলা দিয়েও হয়রানী করা হচ্ছে এই পরিবারের সদস্যদের। এদের হাত থেকে রক্ষা পেতে রোববার পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন রফিকুল ইসলামের স্ত্রী জায়েদা বেগম। এ থেকে জানা যায়, চন্ডাখিল মৌজার ২০৯,২১০ ও ২১১ দাগে নাল ও বাড়ি শ্রেনীর মোট ৫৪ শতক ভূমির মালিক তিনি। জায়েদা তার মা মোছাম্মৎ রেজিয়া খাতুনের কাছ থেকে ১৯৯৪ সালে এই জায়গা করেন। যার সকল রেকর্ডপত্র রয়েছে। তার কোন ভাই না থাকায় জায়গা ক্রয়ের আগেও ওয়ারিশ হিসেবে ওই বাড়িতেই বসবাস ছিলো তার। নিরীহ এই পরিবারের বসত ভিটা ও নাল জমির ওপর লোলপ দৃষ্টি পড়ে গ্রামের প্রভাবশালী সর্দার মো: তাজুল ইসলামের। জোরজব্বরে তা দখলে নিতে অনেকদিন ধরেই তৎপরতা চলছে তার। সম্পত্তি দখলে কয়েক দফা জায়েদা, তার বৃদ্ধ স্বামীসহ পরিবারের সদস্যদের মারধোর করে তাজুর দলবল । মার্চ মাসে করোনা সংক্রমন শুরুর সময়ে তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করে দেয়।
এরপর গত ১৪ই মে আবারো হামলা চালিয়ে তাদের মারধোর করে। এ ঘটনায় জায়েদার ছেলে মো. রুবেল মিয়া বাদী হয়ে তাজুল ইসলামসহ ১৮জনকে এজাহারনামীয় আসামী করে ২৩ শে মে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ তাদের। এখন পর্যন্ত একজন আসামীও গ্রেফতার হয়নি এ মামলার। মামলা দায়েরের ৫ দিন পর মো. তাজুল ইসলাম পাল্টা রফিকুল ইসলাম এবং তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সবার বিরুদ্ধে থানায় মামলা করেন। জায়েদা বলেন, অবাস্তব ও মিথ্যা অভিযোগ এনে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়। জানা যায়, এরআগেও তাজুল ইসলাম তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। জায়েদার অভিযোগ তাজুল ইসলামসহ তার মামলার আসামীরা এলাকায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরকে প্রাননাশসহ বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে অন্যত্র দিনাতিপাত করছেন তারা। বাড়ি যেতে পারছেননা। সদর মডের থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, অভিযোগের বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।

 

Facebook Comments Box


Posted ২:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২০

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com