
| রবিবার, ১৫ জুলাই ২০১৮ | 980 বার পঠিত | প্রিন্ট
আইনমন্ত্রীর বড় বোনের মৃত্যুতে আখাউড়া ছাত্রলীগের শোক প্রকাশ।
দেশের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপির বড় বোন ও দেশের সংবিধান প্রণেতা বীরমুক্তিযোদ্ধা মরহুম সিরাজ হকের কন্যা সায়মা ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আখাউড়া উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: শামীম মোল্লা এক শোক বিবৃতিতে বলেন, কসবা ও আখাউড়ার গণমানুষের অহংকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী এ্যাড. আনিসুল হক এমপির বড় বোন সায়মা ইসলাম মিনার মৃত্যুতে আখাউড়া উপজেলা ছাত্রলীগ পরিবার গভীরভাবে শোকাহত।
শোক বার্তায় আরো বলা হয়, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ ও সাধারন সম্পাদক মো: শরীফুল ইসলামসহ আমরা আখাউড়া উপজেলা ছাত্রলীগ পরিবার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
Posted ১১:৩৪ অপরাহ্ণ | রবিবার, ১৫ জুলাই ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক