মো:সাইফুল ইসলাম
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত অর্থায়নে তাঁর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দ্বিতীয় পর্যায়ে ৮০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দহ্মিণ ইউনিয়নের গাজীর বাজারে ৯০ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, এক লিটার তেল, দুই কেজি আলু, মসুর ডাল দুই কেজি, লবণ এক কেজি ও সাবান একটা।
এসব খাদ্যসামগ্রী তিনদিনের মধ্যে রিকশা, অটো রিকশা ও ঠেলাগাড়ি চালক, ফেরিওয়ালা, ভিক্ষুক, ভবঘুরে, ফুটপাতের দোকানী, গৃহকর্মী, নৈশ প্রহরী ও শ্রমিক সহ দরিদ্র-অসহায় মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে।
খাদ্যসামগ্রী বিতরণ করেন আখাউড়া উপজেলাপরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া,আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা,আখাউড়া দহ্মিণ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দীন,আখাউড়া দহ্মিণ ইউনিয়নের আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ মজনু মিয়া,ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম প্রমূখ।
এর আগে গত সপ্তাহে প্রথম পর্যায়ে আখাউড়ার ৪০০ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।