সোমবার ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম >>

আইনমন্ত্রী আখাউড়ায় আসছেন কাল বরণে ব্যাপক প্রস্তুতি।

  |   বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯ | 544 বার পঠিত | প্রিন্ট

আইনমন্ত্রী আখাউড়ায় আসছেন কাল বরণে ব্যাপক প্রস্তুতি।

অমিত হাসান অপু#

আগামীকাল ১৭ জানুয়ারী বৃহস্প্রতিবার সকালে দুইদিনের সফরে কসবা ও আখাউড়ায় আসছেন আইনমন্ত্রী এ্যাডভোটে আনিসুল হক এমপি। অ্যাডভোকেট আনিসুল হক এমপি পুনরায় দেশের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রীর দায়িত্ব গ্রহনের পর এই প্রথম আসছেন তার নির্বাচনী এলাকায়। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।


এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে রেকর্ড পরিমান ভোটে নির্বাচিত সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের এই সফর উপলক্ষে নতুন সাজে সেজেছে আখাউড়া উপজেলা। ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে গোটা আখাউড়া পৌর শহর। আওয়ামীলীগের পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে সব প্রস্তুতি।

জানাগেছে, আইনমন্ত্রীর আগমনে আনন্দের জোয়ার বইছে গোটা আখাউড়া উপজেলায়। প্রিয় নেতাকে বরণ করতে আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ আখাউড়াবাসী ভাসছে আনন্দের জোয়ারে। আইনমন্ত্রীকে বরণ করতে আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যতিক্রম কিছু আয়োজনসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।


আখাউড়া উপজেলা যুবলীগের আহবায়ক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল জানিয়েছেন, আজ বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১০টায় দলীয়নেতাকর্মীরাসহ আখাউড়াবাসী আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপিকে বরণ করবে পরে বিকাল ৩টায় কসবায় একটি গণসংর্বধনায় যোগদান করবেন মন্ত্রী।

পরের দিন ১৮ জানুয়ারী শুক্রবার বিকাল ৩টায় আখাউড়া উপজেলা পরিষদ মাঠে আওয়ামীলীগসহ সর্বস্তরের মানুষ আইনমন্ত্রীকে গণসংবর্ধনা দিবে।


এসময় আইনমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে থাকবেন মন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted ১১:২২ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com