
| বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০ | 332 বার পঠিত | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট:
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি (ব্রাহ্মণবাড়িয়া-৪) করোনা ভাইরাসে আক্রান্ত নন। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। মন্ত্রী করোনা আক্রান্ত বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে খবর ছড়ানো হয়েছে তা মিথ্যা বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের জন সংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম।
এ বিষয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠাবেন বলে তিনি জানিয়েছেন নিয়েছেন।বৃহস্পতিবার সকাল থেকেই খবর ছড়িয়ে পড়ে আইনমন্ত্রী করোনায় আক্রান্ত।একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত পোস্ট দেয়া হয়। অনেকে আইনমন্ত্রীর ঘনিষ্টজনের কাছে ফোন করে এর সত্যতা জানতে চান। তিনি সুস্থ আছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল বৃহস্পতিবার সকালে জানান, মন্ত্রীর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ফেসবুকে ছড়ানো হয় বলে তিনি জেনেছেন। তবে মন্ত্রী সুস্থ আছেন।
Posted ১:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম