
মো:সাইফুল ইসলাম | মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ | 177 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই)দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সংখ্যালঘুদের বাড়িঘর, দোকানপাট, মন্দিরে হামলা চালানো হয়েছে। এই অবস্থায় উপজেলার সংখ্যালঘুদের নিরাপত্তায় এ বিশেষ আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি,জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ,ঐক্য পরিষদের ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী, পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, আখাউড়া ইমাম পরিষদের সভাপতি কাজী কেফায়েতুল্লাহ, আখাউড়া মনিয়ন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরীর দীপক প্রমূখ।
আইনশৃঙ্খলা সক্রান্ত বিশেষ সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অপ্রচার ও গুজব ছড়ানো থেকে সতর্ক থাকার পরামর্শ দেন। উপজেলার সংখ্যালঘুদের ধর্মীয় স্থান, দোকান পাট,বাড়ি ঘর মন্দিরে যাতে কোন হয়রানির শিকার না হয় সেদিকে প্রশাসনের নজরদারি করার কথা বলেন। এব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়।
Posted ১০:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |