
| রবিবার, ২৩ জুন ২০১৯ | 464 বার পঠিত | প্রিন্ট
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে সড়ক বাজারের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, ভাইস চেয়ারম্যান নাছরিন সফিক আলেয়া, আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম, আব্দুল হালিম হেলাল, যুবলীগ নেতা আব্দুল মমিন বাবুল, মো. মনির খান, আবু কাউসার ভূইয়া, মো:জাহিদ হাসান সাবেক ছাত্রলীগ সভাপতি সৈয়দ তানজীল শাহ সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবউদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন নয়নসহ প্রমুখ।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল সহ মিষ্টি বিতরন করা হয়।
Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম