ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
আখাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের আয়োজনে আজ রবিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তেরের পক্ষ থেকে ভূমিকম্পের সময় করণীয়,বজ্রপাত থেকে নিরাপদ থাকতে করণীয়,অগ্নিকান্ড প্রতিরোধ ও অগ্নিকান্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতি রোধে করণীয় সম্পর্কিত লিফলেট উপস্থিত সকলের মাঝে বিতরন করা হয়.
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা,উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান নাছরিন সফিক আলেয়া,উপজেলা সহকারী কমিশনার ভূমি মো:নাজমুল হোসেন ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছলে উদ্দীন প্রমূখ।
পরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের আয়োজনে তড়িৎ আগুন নেভানোর প্রদর্শনী করা হয়।