
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৪ অক্টোবর ২০২১ | 452 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঈদ্-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আখাউড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে ও সংগঠনের সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা গাজী জাবের আল মনসুর।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম শাহীন, মাওলানা আতাউর রহমান জাকির,মাওলানা আহমদ আলী সাবেরী, মুফতি সাদ তাহেরী, মাওলানা আমিনুল ইসলাম খান, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা মীর বুরহানুদ্দিন, মাওলানা শামসুজ্জামান মো:লিটন মিয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ(সা:)কে আল্লাহতালা রহমত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন।তাই তার সানে ঈদ্-এ মিলাদুন্নবী উদযাপন করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব।
এ সময় বক্তারা ১২ রবিউল আউয়াল ব্রাহ্মণবাড়িয়া জেলায় জশনে জুলুস উদযাপন করতে সকলকের প্রতি অনুরোধ জানান।আলোচনা সভা শেষে সারা বিশ্বের সকল মুসলমানদের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উল্লখ্যে এবারই প্রথম ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারিভাবে গেজেট প্রকাশ করেছে সরকার।আলোচনা সভায় উপজেলার মসজিদের খতিব, ইমাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ব স্থানীয়রা অংশগ্রহণ করে।
Posted ২:৪৫ অপরাহ্ণ | সোমবার, ০৪ অক্টোবর ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |