
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৮ নভেম্বর ২০২১ | 534 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজাহানকে সমর্থন দিয়েছে উপজেলা ও ইউনিয়ন যুবলীগ।
শনিবার বিকালে উত্তর ইউনিয়নের রামধননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবলীগ আয়োজিত কর্মী সভায় শেষে মোঃ শাহজাজানকে যুবলীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। ইউনিয়ন যুবলীগের সকল নেতাকর্মীকে ইউপি নির্বাচনে মোঃ শাহজাহানের পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
এসময় যুবলীগের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী হাততালি দিয়ে এ সিদ্ধান্তকে স্বাগত জানান। আগামী ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের কাউকে দলীয় মনোনয়ন দেয়নি। আওয়ামীলীগের প্রার্থীরা স্বতন্ত্র প্রতিকে নির্বাচনে অংশ নিচ্ছে।
উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জামাল ভূইয়ার সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আতাউর রহমান নাজিম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল। সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর যুবলীগের সভাপতি মনির খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এন.এস. কবির পলাশ।
এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু হানিফ রানা, ইউনিয়ন যুবলীগ নেতা আতিক ভূইয়া, ইউনিয়ন যুবলীগ কর্মী জুম্মান খান, তোফাজ্জল আলী উজ্জল প্রমুখ।
প্রধান বক্তা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল বলেন, মোঃ শাহজাহান যুবলীগের চেয়ারম্যান প্রার্থী। ২৬ ডিসেম্বর নির্বাচনে তাকে বিজয়ী করতে যুবলীগের নেতাকর্মীরা তার পক্ষে কাজ করবেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আতাউর রহমান নাজিম বলেন, উত্তর ইউনিয়নে যুবলীগের তিনজন প্রার্থী ছিল। দুজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। যেহেতু চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজাহান যুবলীগের কর্মী তাই আমরা উপজেলা যুবলীগ মোঃ শাহজাহানকে সমর্থন দিয়েছি। ইউনিয়ন যুবলীগের সকল নেতাকর্মীকে তার পক্ষে কাজ করার নিদের্শক্রমে অনুরোধ করছি।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সহিদুল হক ভূইয়া, চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজাহান, উপজেলা যুবলীগের সদস্য রুজবেল খাদেম, ইকবাল হাসান ভূইয়া প্রমুখ।
Posted ৯:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ নভেম্বর ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম