
| সোমবার, ২৬ অক্টোবর ২০২০ | 1061 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
২৩ শতক জমিতে নিস্তেজ হয়ে পড়ে আছে কঁচি ডগার অর্ধশতাধিক লাউ গাছ। প্রতিটি ডগায়-ই ধরেছিল লাউয়ের কড়ি। সদ্য ফোটা ফুলগুলোও চুপসে গেছে। রাতের আধাঁরে গাছের গুড়াগুলো দুর্বৃত্তরা কেটে দেওয়ায় এমনটি হয়েছে। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া মোগড়া ইউনিয়নের টানোয়াপারা গ্রামের দরিদ্র কৃষক আব্দুর রহমানের সাথে। তিনি ব্রাক ব্যাংক থেকে কিস্তিতে এক লক্ষ টাকা নিয়েছেন স্বপ্ন ছিলো লাউ বিক্রি করে অল্প অল্প করে কিস্তি পরিশোধ করবেন কিন্তু বাঁধ সাধলো লাউ গাছের মৃত্যু কেটে ফেলা হয়েছে সব গাছ গুলো পূর্ব শত্রুতা থেকে এমনটা হয়েছে বলে জানান আব্দুর রহমান দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তিনি পাশাপাশি সরকারি সহায়তা চেয়েছেন যেন কিস্তি পরিশোধ করে পুনরায় কৃষক পরিবারের সকলের মুখে হাসি ফোটাতে পারেন।
এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ রাসুল আহমেদ নিজামী বলেন, “এ ব্যাপারে থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Posted ১২:১৯ অপরাহ্ণ | সোমবার, ২৬ অক্টোবর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |