শনিবার ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

আখাউড়ায় ককটেল মেরে ২ প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি! আহত ৩ দেশীয় অস্ত্র উদ্ধার

  |   শুক্রবার, ১২ মার্চ ২০২১ | প্রিন্ট

আখাউড়ায় ককটেল মেরে ২ প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি! আহত ৩ দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ২ গ্রামে প্রবাসীর বাড়িতে ককটেল হামলা করে ডাকাতির ঘটনা ঘটেছে।


এসময় ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল বাড়ির লোকজনদের মারধর করে নগদ টাকা, মোবাইল সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

শুক্রবার ভোররাত ৩ টা থেকে ৪ টার সময় উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর সিরাজ মিয়ার বাড়ি ও সাতপাড়া গ্রামের বারু ভুঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে সিরাজ মিয়ার বাড়ি থেকে প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে বারু ভুঁইয়ার বাড়িতে ডাকাতি করতে গেলে এসময় ডাকাতেরা পাল্টা প্রতিরোধের মূখে পড়ে তখন অস্ত্রশস্ত্র ফেলে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।

এ সময় ডাকাত দলের হামলায় সাতপাড়া গ্রামের বারু ভূঁইয়া (৬০), তার স্ত্রী জাহানারা বেগম (৫০) ও ছেলে নাঈম ভূঁইয়া (৩৪)আহত হন।

খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


বারু মিয়ার ছেলে আহত নাঈম সাংবাদিকদের জানান, ভোররাত  সাড়ে ৩ টার সময় ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল তার বাড়িতে পর পর চারটি ককটেল মেরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা বাধা দিলে ডাকাতরা তাদের দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তবে কোন মালামাল লুট করতে না পেরে দেশীয় অস্ত্র ফেলে পালিয়ে যায়। এর আগে দ্বিজয়পুর গ্রামের সৌদি আরবফেরত সিরাজ মিয়ার বাড়ি থেকে ৭৫ হাজার টাকা,৫ টি মোবাইল,৫ টি টর্চ লাইট, ৬ টি হাতগড়ি সহজ বিভিন্ন মালামাল লুটে নেয়। এ সময় ডাকাতরা ঘরের সব মালামাল তছনছ করে।

আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, খবর পেয়ে পুলিশ ভোর ৫ টায় ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনায় জড়িতদের আটক ও মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া দেশীয় বিভিন্ন অস্ত্র পাওয়া গেছে।

Facebook Comments Box


Posted ১০:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ মার্চ ২০২১

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com