
| সোমবার, ০৪ মে ২০২০ | 682 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো ২৪.কম:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া কৃষকদের ধান কেটে দিচ্ছেন উপজেলা যুবলীগ নেতাকর্মীরা।
আখাউড়ার স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে এবং যুবলীগের আহ্বায়ক পৌর মেয়রের পরামর্শে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের ধান কাটার কাজে অংশ গ্রহন করছে যুবলীগের নেতাকর্মীরা।
চলমান ধান কাটার অংশ হিসেবে আজ সোমবার আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, পৌরসভা যুবলীগের সভাপতি মনির খাঁন পৌর যুবলীগ নেতা জুয়েল রানা সহ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের প্রায় ৩০ জন নেতাকর্মী ধান কাটার কাজে অংশ নেন।
উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বীন মজুর কৃষক আবুল খায়ের,মফিজ মিয়া,ফজলুল হকের ১২০ শতাংশ জমির ধান কেটে দিয়ে বাড়িতে পৌছে দিয়েছে যুবলীগের নেতা কর্মীরা।
আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল জানান, আমাদের সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক নির্দেশে যুবলীগ নেতা-কর্মীরা এই কর্মহীন দরিদ্র কৃষকের ধান কেটে বাড়িতে দিয়ে আসছে।
আখাউড়া পৌরসভা যুবলীগের সভাপতি মনির খান ও পৌর যুবলীগ নেতা জুয়েল রানা জানান আইন মন্ত্রী আনিসুল হকের নির্দেশে ফটোসেশন নয়।দরিদ্র কৃষক নজরে আসলে যুবলীগ নেতাকর্মীরা ধান কেটে দিচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
ধান কাটার কাজে অংশগ্রহন করেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদন মিয়া, সাধারন সম্পাদক শাহনোয়াজ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক দুলাল মেম্বার, সাংগঠনিক সম্পাদক ফোরকান উদ্দিন ভুইয়া যুবলীগ নেতা মো:আমিন মিয়া,মো:সাদেক হোসেন,জুয়েল রানা,মুক্তার হোসেন প্রমুখ।
Posted ৯:০১ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |