
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৭ এপ্রিল ২০২২ | 411 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় গাঁজাসহ ২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ(২৭ এপ্রিল) সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর রেললাইনের পর্ব পাশ থেকে ৭ কেজি গাঁজাসহ মোঃ সোলেমান মিয়া (৩৭) ও রাজু খাঁন(৩৬) কে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের সহযোগী মোঃ দুলাল মিয়া নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যাই।
গ্রেফতারকৃত সোলেমান মিয়া উপজেলার রাজাপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে তার বিরুদ্ধে ১৪টি মাদকের মামলা রয়েছে। রাজু খাঁন করোয়াতুলি এলাকার মিরজান খানের ছেলে তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। পালিয়ে যাওয়া দুলাল মিয়ার(৫৫) বিরুদ্ধে ৮টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ আসামিদের আটক করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় মোহাম্মদ সোলায়মান মিয়া, রাজু খান ও পলাতক আসামি দুলাল মিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীদেরকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Posted ৬:০৯ অপরাহ্ণ | বুধবার, ২৭ এপ্রিল ২০২২
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |