
রওনক ইসলাম | সোমবার, ১৪ আগস্ট ২০২৩ | 37 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০(দশ)কেজি গাঁজা সহ বাবা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯টায় উপজেলার মোগরা ইউনিয়নের চরনারায়ন পুর পাকা ব্রীজের উপর হইতে মাদকদ্রব্য ১০(দশ) কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামের আব্দুল কাইয়ুম (৬০) ও তার মেয়ে ইয়াসমিন আক্তার (৩০)
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Posted ১:২২ অপরাহ্ণ | সোমবার, ১৪ আগস্ট ২০২৩
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম