
| শুক্রবার, ০৪ অক্টোবর ২০১৯ | 1623 বার পঠিত | প্রিন্ট
মোঃসাইফুল ইসলাম#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে
আজ শুক্রবার সকালে সিলেট থেকে চট্টগ্রামগামী
জালালাবাদ মেইল ট্রেনের একটি মালবাহি বগি লাইনচ্যুত হয়েছে।
এ দূর্ঘটনায় এক ঘণ্টা পর আখাউড়া হয়ে চট্টগ্রাম – সিলেট রেলপথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ মেইল ট্রেনটি শুক্রবার সকাল সোয়া ৭ টায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের সময় চাকা খুলে গিয়ে একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। এতে ১ নং লাইনে আখাউড়া হয়ে চট্টগ্রাম – সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পড়ে সকাল সোয়া ৮ টার দিকে এক ঘন্টা পর বগিটি উদ্ধারের পর চট্টগ্রাম – সিলেটের সঙ্গে ট্র্রেন চলাচল স্বাভাবিক হয়।
আখাউড়া স্টেশন কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ মেইল ট্রেনটি দপড় ঘন্টা বিলম্বে আখাউা স্টেশনের উত্তর আউটার সিগন্যালে প্রবেশের আগ মুহূর্তে ক্রসিং পয়েন্টে চাকা খুলে একটি বগি লাইনচ্যুত হয়।
এ সময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে দিক বেদিক ছুটাছুটি শুরু করে।
আখাউড়া রেলওয়ে জংশন (লোকো ইনচার্জ) প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন জানান, ক্রসিং পয়েন্টে পাথর আটকে থাকার কারণে এদূর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
আখাউড়া স্টেশন সুপারিন্টেন্ডেন্ট মো. খলিলুর রহমান জানান, লাইনচ্যুত বগিটি এক ঘন্টা চেষ্টা চালিয়ে উদ্ধারের পর সকাল সোয়া ৮ টায় এপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Posted ৬:৩৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ অক্টোবর ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম