
| বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯ | 1231 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে জতিশ চন্দ্র পাল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে আখাউড়া রেলসেকশনের গঙ্গাসাগর রেল সেতুর দক্ষিণ পাশ থেকে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
তিনি আখাউড়া – লাকসাম নির্নাণাধীন রেলপথের রেলওয়ে তমা কনস্ট্রাকশন কোম্পানির শ্রমিক ছিলেন।
সে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মগড় গ্রামের মৃত জতিন্দ্র চন্দ্র পালের ছেলে।
তার স্ত্রী সুভারানী দাস জানান তার স্বামী তমা কনষ্ট্রাকশন কম্পানিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে রেলে কাটা পরে তার মৃত্যু হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি জানান, গঙ্গাসাগর রেলব্রিজ পার হতে গিয়ে রাতে এ পথে চলাচলকারী যে কোন এক ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
তবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল লাশকাটা ঘরে পাঠানো প্রস্তুুতি চলছে বলে ওসি জানিয়েছেন।
Posted ৬:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম