
| রবিবার, ১৭ মে ২০২০ | 588 বার পঠিত | প্রিন্ট
অমিত হাসান অপু:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন সমূহের উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আজ রবিবার( ১৭মে) সকাল ১১ টায় গাজির বাজার সংলগ্ন মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ২১০ টি পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই হাফ কেজি, তেল ১ কেজি,১ কেজি বুট, কিসমিস ২৫০ গ্রাম, পেঁয়াজ ১ কেজি,চিনি ১ কেজি।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জালাল উদ্দিন,আখাউড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজনু মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাকিব হাসান প্রমুখ।
আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:জালাল উদ্দীন জানান, ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া ২১০ টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে,এই বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
Posted ৭:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |