
| বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯ | 519 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ দিন ব্যাপী স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আখাউড়া উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সামছুজ্জামান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়িয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া
উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, ব্যবসায়ি, আইনজীবী, ছাত্র, শ্রমিক, শিক্ষক, শিক্ষানুরাগী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা এই কর্মশালায় অংশগ্রহন করে।
কর্মশালার প্রেক্ষাপট বিশ্লেষণ ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। পরে গ্রুপওয়ার্ক বিষয়ক নির্দেশনা বিশ্লেষণ ও গ্রুপওয়ার্ক, গ্রুপসমুখের উপস্থাপনা পর্যালোচনা হয়।
Posted ১২:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম