
| রবিবার, ২০ অক্টোবর ২০১৯ | 1140 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পলাতক চিহ্নিত মাদক ব্যবসায়ী জামাল ও মুজিবুরের বাড়ির মালামাল ক্রোক করেছে আখাউড়া থানা পুলিশ।
ওই দু’জন মাদক ব্যবসায়ীর মধ্যে জামাল মিয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিছ মিয়ার ছোট ভাই এবং মুজিবুর উত্তর ধর্মনগর গ্রামের বাসিন্দা সৈয়দ আলীর ছেলে।
আখাউড়া থানা সূত্রে জানাগেছে, ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের নির্দেশে ওই দুইজন মাদক মামলার পলাতক আসামির বাড়ি থেকে দু’টি ফ্রিজ, ২ টি কাঠের আলমারী, একটি খাট, টেবিল ফ্যানসহ হান্ডি পাতিল জব্দ করা হয়।
আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, তাদের বিরুদ্ধে মাদক মামলার চার্জশিট হয়েছে। বিচারাধীন মামলায় পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে উপস্থিত না হওয়ায় অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত।
ওই নির্দেশের আলোকে পুলিশ ক্রোকি পরোয়ানা তামিল করেন। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি জানিয়েছেন।
Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ২০ অক্টোবর ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |