
| মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮ | 1185 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি: আজ মঙ্গলবার সকালে আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে ঝিনুক ওরফে শ্রাবন্তি (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার উত্তর ইউনিয়নের করুয়াতলী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু শ্রাবন্তি আখাউড়া উত্তর ইউনিয়নের করুয়াতলী গ্রামের স্বপনের ঋষির কন্যা।
স্থানীয়রা জানান, শ্রাবন্তি সকালে অনুমান ৭টায় নিখোজ হয়। পরে তাদের বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভেসে উঠে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার গোলাম মোস্তফা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Posted ৭:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক