
মোঃ সাইফুল ইসলাম | বুধবার, ০৩ আগস্ট ২০২২ | 315 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের অভিযানে বিভিন্ন প্রকার মাদক এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুই কেজি গাঁজা,১০ বোতল স্কাফ সিরাপ, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ আটজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া থানার ওসি(তদন্ত) সঞ্জয় কুমার সরকার।
বুধবার(৩ আগষ্ট) দুপুর ১ টার দিকে আখাউড়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো: আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, কসবা সার্কেলের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে আখাউড়া থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামী গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪ টি অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটজনকে আটক করা হয়। তারা হলেন,আখাউড়া পৌরসভার দেবগ্রামের মাস্টারপাড়ার রহমত আলীর বাড়ির ভাড়াটিয়া হাজিল মিয়ার স্ত্রী রুবি বেগম (৫০),আখাউড়ার শিবনগর গ্রামের মৃত তাহের মিয়া প্রকাশ তাহার মিয়ার ছেলে হান্নান মিয়া (৫০),মনিয়ন্দ ইউনিয়নের তুলাই শিমুল গ্রামের মো: আবু হানিফ মিয়ার ছেলে মো: মেহেদী হাসান প্রকাশ হৃদয়,আখাউড়া পৌরসভার দূর্গাপুর গ্রামের দেওয়ান আনোয়ারুল হকের ছেলে দেওয়ান মোফাক্কীরুল হক।
আখাউড়া থানার ওসি(তদন্ত) সঞ্জয় কুমার সরকার জানান, গ্রেফতারকৃত আসামীদের ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন। বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Posted ৮:০৪ অপরাহ্ণ | বুধবার, ০৩ আগস্ট ২০২২
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |