
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৩ মে ২০২২ | 681 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পূর্ব শক্রতার জের ধরে ছুরিকাঘাতে মহসীন সরকার (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে আরিফ ও তার লোকজন।
সোমবার (২ মে) ইফতারে আগ মুহূর্তে উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।মহসীনের হত্যাকারী আরিফ খলাপাড়া কবরস্থান এলাকার বাসিন্দা আওয়াল মিয়ার ছেলে।
নিহত মহসীন সরকার ওই গ্রামের সহিদ সরকারের ছেলে।মহসীন সরকার বিডি ফুড কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে কর্মরত ছিলেন।
মহসীন সঙ্গে থাকা তার বন্ধু সফিক সরকার জানান, ইফতারে আগে মহসীন সরকার তাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে আখাউড়া পৌরশহর থেকে গ্রামে ফিরছিলেন। এসময় মহসীন মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথিমধ্যে খলাপাড়া কবরস্থান এলাকায় পৌঁছালে কিছু বুঝে উঠার আগেই আরিফ চলন্ত মোটরসাইকেলে থাকা মহসীন সরকারকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
এসময় আরিফের সঙ্গে থাকা কয়েকজন অস্ত্রধারী যুবকসহ আরিফ পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে আখাউড়া থানার এসআই মো. জাকির হোসেন হাসপাতালে যান।তিনি জানান, পূর্ব শক্রতার জেরে পরিকল্পিতভাবে মহসীনকে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Posted ১২:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ মে ২০২২
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |