
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১ | 386 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া বাজার এলাকার দোতলার ছাদে জনা ত্রিশেক দরিদ্র মানুষ চেয়ারে বসা। নির্ধারিত সময়ের আগেই এসে তারা বসে আছেন। সময় হতেই অতিথিরা এলেন।তবে বসলেন রোদের মধ্যে।
জনতা ব্যাঙ্ক মোগড়া বাজার শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে খাদ্য সহায়তা বিতরণ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে এ দৃশ্য দেখা যায়। বিষয়টি অনেকের মনেই নাড়া দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাঙ্কের ডিজিএম মো. আবুল কালাম আজাদ। মোগড়া শাখার ম্যানেজার মোহাম্মদ বশিরুল আলম চৌধুরির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মোগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেন।
অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, ব্যাঙ্কের সাবেক কর্মকর্তা আবুল কাশেম চৌধুরি, বর্তমান কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, চৌধুরি মো. ইসমাইল প্রমুখ।অনুষ্ঠানে ২৫ জনকে খাদ্য সহায়তা দেয়া হয়। এসবের মধ্যে ছিলো, চাল, আলু, ডাল, লবন, পেঁয়াজ, সাবান, তেল। এছাড়া প্রত্যেককে ভাড়া বাবদ ৫০ টাকা করে দেয়া হয়।
এ সময় ডিজিএম আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা অনেক সময় জয়ের আনন্দে অনেক কিছু ভুলে যাই।পরাজিত শক্তি ভুলে না। সম্মিলিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই জাতির জনককে হত্যা করা হয়। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবেই এ খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।
Posted ৩:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |