
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৫ আগস্ট ২০২১ | 500 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সকাল আটটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কার্যক্রম শুরু হয়।
এসময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে পরে উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, সেচ্ছা সেবক লীগ, মুক্তিযোদ্ধা সংসদ,আখাউড়া পৌরসভা,আখাউড়া থানা,শহীদ স্মৃতি সরকারি কলেজ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,উপজেলা ফায়ার সার্ভিস,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আখাউড়া উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মনির হোসেনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদেন আইনমন্ত্রী আনিসুল হক।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া,মুক্তিযোদ্ধা কমান্ডার জামশেদ শাহ্,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া,উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস,কৃষি কর্মকর্তা শাহানা বেগম, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান,দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন,সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলার আয়োজনে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
Posted ৪:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১৫ আগস্ট ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |