
অমিত হাসান অপু: | সোমবার, ০৪ অক্টোবর ২০২১ | 512 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ায় একটি বরযাত্রীবাহি বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছে।
আজ সোমবার সকালে সুলতানপুর-আখাউড়া সড়কের সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। আহতদেরকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। তবে আহত সবাই শঙ্কামুক্ত।
বর শ্রী অপু সূত্রধরের মামাতো ভাই শ্রী প্রসেনজিৎ সূত্রধর ও পুলিশ জানায়, সোমবার সকাল ৮ টার দিকে বরযাত্রী নিয়ে দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়ার দিকে যাওয়ার পথে কোড্ডা রেলক্রসিং এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকসাকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ৫০জনের মধ্যে ২০ জন বরযাত্রী আহত হয়। তবে বাসে বর ছিলেন না।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনা সততা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তিনি বলেন, আহতরা সবাই শঙ্কামুক্ত। কেউ গুরুত্বর আহত হয়নি।
Posted ৭:৫৫ অপরাহ্ণ | সোমবার, ০৪ অক্টোবর ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |