
| শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯ | 901 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিডি ক্লিন সংগঠন আখাউড়া উপজেলা শাখার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় আখাউড়া উপজেলা স্মৃতি সৌধ থেকে পরিস্কার অভিযান শুরু করে বিডি ক্লিন আখাউড়া শাখার সদস্যরা।
বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল কলেজ, বাজার, রাস্ত ঘাট ইত্যাদি জায়গায় নিজেরা পরিস্কার করে জনসচেতনতা সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য।
পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, বিশেষ অতিথি ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রসূল আহাম্মেদ নিজামী,ও ওসি তদন্ত আরিফ আমিন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এন এস কবির পলাশ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম, দক্ষিণ ইউনিয়ন প্রবাসী সংগঠনের সদস্য ইব্রাহিম ভূইয়া লিটন, স্কাউট নেতা রাকীব, ছাত্রলীগ নেতা কিবরিয়া সহ বিডি ক্লিনের জেলা ও উপজেলার নেতা কর্মীরা।
বিডি ক্লিন এর ব্রাক্ষণবাড়িয়া জেলার সন্ময়ক সোহান মাহমুদ ও আখাউড়া উপজেলার আহব্বায়ক রমজানুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
Posted ৪:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম