
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ | 282 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন।
সারা দেশের ন্যায় আখাউড়া উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে স্থানীয় শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে বেদিতে পুষ্পস্তক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
রাত ১২টা ১ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা শহীদ মিনারের বেদিতে পুস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ, জাতীয় পার্টি, বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহীদ-বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও ভাষা সৈনিক মিয়া মতিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মিয়া মতিন, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য সাংবাদিক মো: সাইফুল ইসলাম আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী,আখাউড়া থানার ওসি তদন্ত মোঃ শফিক প্রমুখ।
Posted ৪:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |