
| বুধবার, ২০ জানুয়ারি ২০২১ | 429 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২০ বছর পূর্তি ও ২১ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।
আজ বুধবার(২০ জানুয়ারি) দুপুরে ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আখাউড়া উপজেলার সম্মেলন কক্ষে আলোচনা সভা রেলি ও কেক কাটার আয়োজন করা হয়।পরে রেলওয়ে জংশন স্টেশনের অসহায় ছিন্নমূল মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
ভোরের দর্পণ পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো:সাইফুল ইসলামের সভাপতিত্বে ও আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবির এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ভোরের দর্পণ পত্রিকার আখাউড়া প্রতিনিধি জুনাইদ হোসেন পলক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম।এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সভাপতি মনির খাঁন,উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুদ্দিন বেগ সাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, দৈনিক ইত্তেফাকের আখাউড়া প্রতিনিধি ফজলে রাব্বী, দৈনিক আমাদের সময় পত্রিকার আখাউড়া প্রতিনিধি তাজবির আহমেদ, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম, আখাউড়া টিভির সম্পাদক সাদ্দাম হোসেন, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল হোসেন,সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ ,সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন,যুগ্ন সাধারণ সম্পাদক হাসান মাহমুদ পারভেজ সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন,সাংবাদিকতা হল একটি মহান পেশা।সমাজের নানাবিধ সমস্যা ও অবহেলিত মানুষের চিত্র তাদের লিখনীর মাধ্যমে তুলে ধরা হয়।তেমনি ভাবে দৈনিক ভোরের দর্পণ মানুষের কল্যাণে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং দৈনিক ভোরের দর্পণে উত্তরত্তর সফলতা কামনা করেন।
Posted ১০:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ২০ জানুয়ারি ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |