
| সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ | 478 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম#
আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে মো: নাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়িকে কারাদন্ড দেয়া হয়েছে। আজ সোমবার বিকেলে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আখাউড়া মনিয়ন্দ সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিজিবি সদস্যদের সহযোগীতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ শামছুজ্জামান।
জানাগেছে, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যদের সার্বিক সহযোগিতায় মনিয়ন্দ সীমান্ত এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশী কার্যক্রম চলে। তল্লাশি ও অভিযানের সময় মো: নাজু মিয়াকে আখাউড়া মনিয়ন্দ সীমান্ত থেকে ৪৫ পিস ইয়াবাসহ ভ্রাম্যমান আদালত আটক করে। নিজ হেফাজতে মাদক বহন করার অপরাধে স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ধারা ৯ লংঘণ করায় একই আইনের ১৯(১) এর ৭(ক) ধারা মোতাবেক এই নাজু মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
কারাদন্ড প্রাপ্ত মো: নাজু মিয়া আখাউড়া দক্ষিণ মনিয়ন্দ গ্রামের মো: আবুল হোসেনের পুত্র।তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।
Posted ২:৩১ অপরাহ্ণ | সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |