
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০১ মে ২০২২ | 350 বার পঠিত | প্রিন্ট
‘মালিক শ্রমিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’ এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইবনে মাসুদ লাকসু, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হান্নান খাদেম প্রমুখ।
মোঃ শরীফুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজ আহমেদ,নাছরীন নবী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিক, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, জেলা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম, উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মোঃ আল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিকরা যাতে নির্ধারিত ৮ কর্ম ঘন্টার বেশি কাজ করতে না হয়। শ্রমিকদের ন্যায্য মজুরী পায় সেজন্য মালিক এবং শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক থাকা দরকার। শ্রমিকদের আপদে বিপদে মালিকরা সহযোগিতা করতে হবে।
Posted ৪:২০ অপরাহ্ণ | রবিবার, ০১ মে ২০২২
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |