
| মঙ্গলবার, ০২ এপ্রিল ২০১৯ | 550 বার পঠিত | প্রিন্ট
আনিছুর রহমান#
আজ মঙ্গলবার সকালে আখাউড়ায় মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা হয়েছে। আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই জনসচেতনতামূলক অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ প্রশাসনের লোকজন অংশগ্রহন করে।
মঙ্গলবার সকালে মাদক বিরোধী র্যালীটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে আখউড়া শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে এসে শেষ হয়।
পরে আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নুরুন্নবী ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া পৌরসভার মেযর তাকজিল খলিফা কাজল, সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:জালাল উদ্দীন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহাম্মদ নিজামী ওসি তদন্ত আরিফুল আমিন।
আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো:সাইফুল ইসলাম দৈনিক যুগান্তরের আখাউড়া প্রতিনিধি মহি উদ্দীন মিশু
কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিত পাল বাবু দৈনিক সমকালের আখাউড়া প্রতিনিধি নাছির উদ্দীন এশিয়ান টিভির আখাউড়া প্রতিনিধি জুটন বণিক সি এন এন বাংলার আখাউড়া প্রতিনিধি বাদল আহম্মেদ খান এস টিভি বাংলার ময়নাল হক মোহনা টিভির আখাউড়া প্রতিনিধি মোশারফ হোসেন কবীর মো:আবীর ও অমিত হাসান অপু প্রমূখ।
এছাড়াও শিক্ষক সাংবাদিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীসহ আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ এতে সক্রিয় ভাবে অংশগ্রহন করে।
Posted ১০:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ এপ্রিল ২০১৯
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক