মোহাম্মদ আবীর#
আজ ৭ ই আগষ্ট রোজ বুধবার দুপুরে আখাউড়া খরমপুর মাজারে সংলগ্ন দক্ষিণ পাশ থেকে ইয়াবাসহ ১ জন আটক এবং গাঁজা সহ ৪ জন মোট ৫ জনকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আটককৃত দের মধ্যে খরমপুর গ্রামের অপু মোল্লা খাদেম(৩০) পিতাঃ মোঃ হেলাল উদ্দিন খাদেম অপু কে ২ টি ইয়াবাসহ আটক করে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আখাউড়া দেবগ্রামের হানিফ মিয়া (৫৬), পিতা মালু মিয়া হানিফ মিয়া ১ কেজি গাঁজাসহ আটক তাকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
দেবগ্রাম মিয়া বাড়ির বজলু মিয়া(২৬) পিতা মৃত সামসু আমাকে ২ কেজি গাঁজাসহ আটক করে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
নরসিংদী রায়পুরার থানার গৌরীপুর গ্রামের সন্তান এরশাদ(আসাদ মিয়া) পিতা: হাসান আলী এরশাদ কে ১ কেজি গাঁজাসহ আটক করে তাকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
আখাউড়া উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা রাজিব মিয়া, পিতা মোখশেদ মিয়া ২ কেজি আটক তাকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আখাউড়া উপজেলার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম শরিফুল হক জানান সামনে পবিত্র ঈদুল আযহা এবং আখাউড়া খরমপুর কেল্লা শহীদ (রহ.)ঔরস উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে সকল অনিয়ম ও অপরাধ দমনে ।