
| মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯ | 525 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো ২৪ ডেস্ক#
আখাউড়া পূর্বাঞ্চল প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে মাদ্রাসার ১০৫ জন অসহায় মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।
গত ১৬ই মার্চ সকাল ১০ ঘটিকার সময় ছোট কুড়িপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আখাউড়া পূর্বাঞ্চল প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ শিক্ষা উপকরন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আখাউড়া পূর্বাঞ্চল প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে চারটি মাদ্রাসায় ১০৫ জন অসহায় মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী হিসেবে খাতা, কলম ও টিফিন বক্স প্রদান করা হয়।
আখাউড়া উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়ার সভাপতিত্বে ও মো. শিমূল খন্দকারের সঞ্চানলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হাজী সফরআলী ভূঁইয়া, দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. হাজী রফিকুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মজনু মিয়া, ছোট কুড়িপাইকা ৪নং ওয়ার্ডের মেম্বার মো. হাজী আব্দুল রহিম ভূঁইয়া, ৫নং ওয়ার্ডের মেম্বার মো. আয়েতালী, আখাউড়া পূর্বাঞ্চল প্রবাসী কল্যাণ সংগঠনের উপদেষ্টা মো. হানিছ সরকার উজ্জ্বল, সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনসহ সংগঠনের সেচ্ছাসেবক টিম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ৫:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক