
আখাউড়ার আলো ২৪ডেক্স: | শনিবার, ২২ এপ্রিল ২০২৩ | 28 বার পঠিত | প্রিন্ট
মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা।
শনিবার (২২ এপ্রিল) বেলা সোয়া ২টায় ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তের শূন্যরেখায় শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) ৪২ ব্যাটালিয়ন আইসিপি ক্যাম্পের ডিএস সাত্তার দুই প্যাকেট মিষ্টি তুলে দেন বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) আইসিপি ক্যাম্পের ল্যান্স নায়েক জিতু বড়ুয়ার হাতে।অপর দিকে গতকাল শুক্রবার বিকেলে বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি।
বর্ডার গাড বাংলাদেশ (৬০ বিজিবি) সুলতানপুর ব্যাটালিয়নের আখাউড়া কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোঃ মিজানুর রহমান জানান আজকে আমাদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে আমরা শুভেচ্ছা জানিয়েছি। বিএসএফের পক্ষ থেকেও আমাদের মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে যেন সীমান্তে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি সে লক্ষ্যে দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে দু’বাহিনীর পক্ষ থেকে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়ে থাকে। এতে দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও জানান তিনি।
Posted ৭:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২২ এপ্রিল ২০২৩
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম