
| শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮ | 1011 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম#আজ শুক্রবার বিকালে আখাউড়ায় মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা প্রেরণামূলক অনুষ্ঠান হয়েছে। স্থানীয় ‘প্রতিদান’ নামে একটি শিক্ষা ও সমাজ কল্যাণমূলক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ২০১৭ সালে পিইসি/ইবতেদায়ী, জেএসসি/জেডিসি, ২০১৮ সালের এসএসসি/দাখিল, এইচএসসি/আলীম পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত সকল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
সহকারী শিক্ষা কর্মকর্তা মিয়া মুহাম্মদ মিলনের সভাপতিত্বে শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ, অনুষ্ঠান উদ্বোধন করেন নারায়নগঞ্জ ফতুল্লার সাব-রেজিস্টার মো: রমজান খান, বিশেষ অতিথি ছিলেন আখাউড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ড. এ্যাডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল, দৈনিক যুগান্তরের সিনিয়র স্টাফ রিপোর্টার শিপন হাবীব, স্থানীয় কাউন্সিলর মো: তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মো: মহিউদ্দিন মামুন।
এদিকে আয়োজকরা জানায়, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে এই অনুষ্ঠানে শিক্ষা প্রসারে শিক্ষিত, সচেতন ব্যক্তিদের মধ্যে সেতুবন্ধন তৈরী, মেধাবী শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্ভুদ্ধ করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Posted ৩:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক