শনিবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম >>

আখাউড়ায় সরিষার বাম্পার ফলন

  |   বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১ | 476 বার পঠিত | প্রিন্ট

আখাউড়ায় সরিষার বাম্পার ফলন

অমিত হাসান অপু:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামে তামজিত খাঁনের জমিতে সরিষার বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন যায়গায় সরেজমিনে গিয়ে দেখা গেছে বিস্তীর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। চারদিকে তাকালে শুধু হলুদ রংয়ের সমারহ দেখা যায়। এ যেন এক অপরূপ সৌন্দর্যের আধার। সরিষার এই ফলনে কৃষকের চোখেমুখে আনন্দের আভা ফুটে উঠেছে।


এদিকে বিভিন্ন চাষি সহ তামজিত খাঁন বলেন, আমি ধান চাষ করি এবার পাশাপাশি সরিষা চাষ করেছি আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের চেয়ে এবার ফলন ভালো হয়েছে। ফসল ভালো হওয়ার কারণে এই সরিষার প্রতি দিন দিন মানুষের আগ্রহ বেড়ে যাচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে পৌর শহরসহ ৫টি ইউনিয়নে প্রায় ৫৫০ হেক্টর জমিতে সরিষার আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। এ মৌসুমে অভাবনীয় সাফল্যের আশায় স্থানীয় কৃষকরা বুকবেঁধে মাঠের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।


উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা জহিরুল হক বলেন,এবার ‘অনুকূল আবাহাওয়া ও নিবিড় পরিচর্যার কারণে এ উপজেলার কৃষকেরা সরিষার ভালো ফলন পেয়েছেন। অফিস থেকে তাদের কে সবসময় সহযোগিতা করা হচ্ছে, চাষিদের মধ্যে বাড়ি সরিষা ১৪, বাড়ি সরিষা ৯,বাড়ি সরিষা ১৭ বিজ দেওয়া হয়েছে, উপজেলায় প্রতিবছরই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষার আবাদ হচ্ছে। বাজারে সরিষার দাম বেশি পাওয়ায় এবং ফল ভালো হওয়ায় কৃষকেরা সরিষা চাষে ঝুঁকে পড়ছে।

Facebook Comments Box


Posted ১২:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com