মহিউদ্দিন মিশু
আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত হতে পুলিশি তদন্ত চলছে।
আজ শনিবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ইয়ার্ডের দক্ষিণ আউটার সিগন্যাল এলাকায় রেললাইন পার হতে গেলে চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে।
ওসি জানান, উদ্ধারকৃত লাশের দেহ খন্ড বিখন্ডিত হয়ে ছড়িয়ে ছিটিয়ে গেছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে। তবে নিহতের নাম ও পরিচয় উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।