
অমিত হাসান অপু: | রবিবার, ০৩ অক্টোবর ২০২১ | 584 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌরসভার ০৯ নং ওয়ার্ডের তারাগন গ্রামে হযরত সৈয়দ শাহ্ শেরআলী জাহারৌশন (রহঃ) সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন ও ” শিক্ষা কার্যক্রমের উদ্বোধন” করা হয়।
আখাউড়া তারাগন গ্রামে শায়িত আছেন পূর্ববঙ্গের অলিদের বাদশাহ আতায়া তরিকার ঈমাম হযরত সৈয়দ শাহ্ শেরআলী জাহারৌশন (রহঃ)। উনার নামে নামকরণ করা হয় উক্ত সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার। সমগ্র বাংলাদেশে রয়েছে উনার আশেক মুরিদ ও ভক্তবিন্দ। সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন করেন উনার আউলাদরা।
উক্ত শুভ উদ্বোধন ও শিক্ষা কার্যক্রম উদ্বোধন আনুষ্ঠান ও মিলাদ মাহফিলের সভাপতি ও দোয়া পরিচালনা করেন সৈয়দ সেলিম শাহ্ তারাগন দরবার শরীফ। স্বাগতিক বক্তব্য রাখেন সৈয়দ তাজবিহুল ইসলাম শাহী, আরো উপস্থিত ছিলেন জনাব বাহার মিয়া কাউন্সিলর তারাগন, আব্দুর রহিম খান ইমাম সাহেব তারাগন দরবার শরীফ জামে মসজিদ,মোঃ রুকন মিয়া, সৈয়দ তানজিল শাহ্ তচ্ছন, সৈয়দ মূর্তুজা নাহিল, সৈয়দ তানভীর শাহ্।
Posted ২:০৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ অক্টোবর ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |