
| সোমবার, ২৫ জুন ২০১৮ | 1427 বার পঠিত | প্রিন্ট
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল রবিবার (২৪.০৬.২০১৮) বেলা ৩টা ৩০ মিনিটে আখাউড়া উপজেলাধীন জয়নগর গ্রামস্থ জনৈক মোঃ লিটন এর বাড়ির সামনে পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ছয়গরিয়া গ্রামের মোঃ সাদির মিয়া (১৮) এবং বাউতলা গ্রামের মোঃ বাচ্চু মিয়া (৭০) ও মোছাঃ হেনা বেগম (৬৫)কে আটক করে। আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে সর্বমোট ১,৭১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪,২৫৬ টাকা উদ্ধার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ১৯৯০ সনের (সংশোধনী ২০০৪) এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিল ৯(খ)/২৫ ধারা মোতাবেক আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি
Posted ৪:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ জুন ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক