
| বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯ | 1163 বার পঠিত | প্রিন্ট
মোশারফ হোসেন কবীর# ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়ায় ০৪টি গ্রামে গতকাল সন্ধায় বৈশাখী ঝরে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের ইটনা, লক্ষিপুর ও মোগড়া ইউনিয়নের খলাপাড়া, ছয়গড়িয়া গ্রামে বুধবার সন্ধ্যায়আকস্মিক এই ঝরে অনেক গাছপালা উপড়ে গেছে ও অনেক ঘরবাড়ীর ক্ষতি হয়েছে। এলাকাবাসী ও প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছেন ০৪টি গ্রামের প্রায় ২৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে লক্ষিপুর গ্রামেই ১৫টি পরিবার সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়। মনিয়ন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল ভূইয়া জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার সমূহকে ক্ষয়ক্ষতি নিরুপন করে তাদের পুনর্বাসনের জন্য যাযাকরা দরকার শীগ্রই তা করা হবে। |
Posted ৪:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম