
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২ | 436 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার পাঁচটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ সময় জেলার আশুগঞ্জ উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।শপথ শেষে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক। শপথ গ্রহণের পূর্বে দুই উপজেলার চেয়ারম্যানরা বক্তব্য রাখেন। এ সময় তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, জেলা ও উপজেলা প্রশাসন, নির্বাচন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, আখাউড়া উপজেলা কর্মকর্তা রুমানা আক্তার, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন প্রমূখ।
এ সময় জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম নির্বাচিত চেয়ারম্যান দের প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতা করার জন্য নির্দেশ দেন। জন্ম নিবন্ধন, জাতীয় সনদ, ওয়ারিশ সনদে কেউ যেন মিথ্যার আশ্রয় নিতে না পারে সেদিকে দৃষ্টি রাখার পরামর্শ দেন। এসময় তিনি মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করেন।
Posted ৪:৫৫ অপরাহ্ণ | বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম
আর্কাইভ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |