
| সোমবার, ০৯ জুলাই ২০১৮ | 1242 বার পঠিত | প্রিন্ট
আজ সোমবার আখাউড়ায় মো: রানা মিয়া (১৯) নামে এক চুরকে জনতা আটক করে উত্তম মাধ্যম দিয়ে থানায় সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
জানাগেছে, আজ সোমবার ভোররাতে আখাউড়া পৌরসভার নারায়নপুর গ্রামের প্রবাসী মোঃ ইয়াসিন মিয়ার বাড়ীতে চুরি করার সময় হাতেনাতে আটক হয় রানা মিয়া। পরে সকালে তাকে থানায় সোপর্দ করা হয়। রানা মিয়া আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর পশ্চিম পাড়ার বাবুল মিয়ার পুত্র ।
স্থানীয়রা জানায়, রানা একজন মাদকাসক্ত ।
রোববার গভীররাতে কোন এক সময় রানা মিয়া ঘরে প্রবেশ করে। পরে সুযোগ বুঝে মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় টের পেয়ে বাড়ির লোকজন তাকে মালসহ হাতেনাতে আটক করে গাছের সাথে বেধে উত্তম মাধ্যম দিয়ে আজ সোমবার সকালে থানায় সোপর্দ করে।
এ ব্যাপারে আখাউড়া থানার ওসি তদন্ত আরিফুল আমিন থানায় সোপর্দের বিষয়টি নিশ্চিত করেন,
Posted ৪:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ জুলাই ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক