শুক্রবার ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

আখাউড়ায় ভূমিদস্যুর বিচার ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট

আখাউড়ায় ভূমিদস্যুর বিচার ও গ্রেফতারের দাবীতে  মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভূমিদস্যু, নারী নির্যাতনকারী ও অসামাজিব কাজের গডফাদার মো: আনোয়ার হোসেন কাজলের বিচার ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন, আখাউড়ার সর্বস্তরের জনগণ। শুক্রবার সকালে আখাউড়া পৌর এলাকার সড়কবাজার পৌর মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেনীপেশার সাধারণ মানুষেরা অংশগ্রহন করেন।

কাজলের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে ভোক্তভোগী নারী আন্টু বেগম বলেন, মো: আনোয়ার হোসেন কাজলের নির্যাতনে আমরা অতিষ্ঠ। আমি একদিন বড় বাজার এলাকায় আমার ভাড়াটিয়ার কাছে ভাড়া নিতে গিয়েছিলাম। তখন কাজল আমাকে রাস্তায় মারধর করে আমারে আহত করে। কাজল আমাদের এই বাড়ীগুলো দখলে নিতে চায়। আমাদের ভাড়াটিয়াকে মারধর করে সবাইকে বাড়ী থেকে বের করে দিয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই। কাজলের শাস্তি চাই আমরা।

সুলতান মাহমুদ মাসুম নামে আরেক ভোক্তভোগী বলেন, এই কাজল আমাদের সবাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। বিভিন্ন জায়গায় মানুষকে নির্যাতন করে তাদের জায়গা জমি দখল করেছে। বিগত ফ্যাসিস্ট সরকারে আমলে এই আনোয়ার হোসেন কাজল মানুষের উপর র্নিযাতন করেছে। তার বিরুদ্ধে মামলা থাকলেও তাকে কখনোই প্রশাসন গেফতার করতে পারেনি। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা ন্যায় বিচার পাবো বলে আশা করি।


এদিকে অভিযুক্ত আনোয়ার হোসেন কাজল জানান, আমি আমার চাচাত ভাইয়ের স্ত্রী লাইলি বেগমের কাছ থেকে ৫৩ শতক জায়গা ক্রয় সূত্রে মালিক হয়েছি। এর পাশে এর কিছু জায়গা রয়েছে। এ জায়গা তারা দাবি করছে। এ নিয়ে আমি আদালতে মামলা করেছি। মামলা মোকদ্দমা চলমান আছে। আজকে তারা যে আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে,
তারা আমার আত্মীয়-স্বজন। এই মানববন্ধন আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে মনে করছি। আমাকে চাপিয়ে রাখার জন্য এ ধরনের প্রয়াস হতে পারে ।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ছমিউদ্দিন জানান, এই ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


Facebook Comments Box


Posted ৭:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com