
| সোমবার, ০৫ নভেম্বর ২০১৮ | 556 বার পঠিত | প্রিন্ট
আবু সাঈদ ভূঁইয়া#
গতকাল আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী আওয়ামী পরিষদ -এর নতুন কমিটির অনুমোদিত দেওয়া হয়। গতকাল ৪ঠা নভেম্বর রবিবার বিকালে একটি অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব শফিকুল ইসলাম -এর কাছে কমিটির অনুমোদন পেপারস হস্থান্তর করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জনাব আবুল কাশেম ভূইয়া, আখাউড়া থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন তরফদার, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জনাব আব্দুল মমিন বাবুল।
আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী আওয়ামী পরিষদের নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন বড় কুড়িপাইকা গ্রামের কৃতী সন্তান মোঃ মাইনুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ রুবেল আহমেদ (ছোট কুড়িপাইকা), সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান রবিন (কেন্দুয়াই), সিনিয়র সহ-সভাপতি মোঃ আরিফ ভূঁইয়া (বড় কুড়িপাইকা)।
কমিটির অন্য সদস্যরা হলেন : সহ-সভাপতি মোঃ শামীম মিয়া (সাতপাড়া), সহ-সভাপতি মোঃ মশিউর (হীরাপুর), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল ভূঁইয়া (হীরাপুর) যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসহাক মিয়া (হীরাপুর), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুদ্দিন চৌধুরী (আব্দুল্লাহ্পুর), দপ্তর সম্পাদক মোঃ বিনয় চৌধুরী (আব্দুল্লাহ্পুর), প্রচার সম্পাদক মোঃ আবু সাঈদ ভূঁইয়া (ছোট কুড়িপাইকা), সহ-প্রচার সম্পাদক মোঃ সোহেল কাজী (হীরাপুর), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আজাদ চৌধুরী (বড় কুড়িপাইকা), সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ কামরুল চৌধুরী (নূরপুর)।
সম্মানিত সদস্য মোঃ সজিব ভূঁইয়া (বড় কুড়িপাইকা), মোঃ রবেল আহমেদ (সাতপাড়া), মোঃ সুজন মাহমুদ (ছোট কুড়িপাইকা), মোঃ মুছা মিয়া (ছোট কুড়িপাইকা), মোঃ সাদ্দাম ভূঁইয়া (হীরাপুর), মোঃ নজরুল বাবু শিকদার (বড় কুড়িপাইকা), মোঃ মানিক রতন (বড় কুড়িপাইকা), মোঃ পারভেজ ভূঁইয়া (হীরাপুর), মোঃ মামুন শিকদার (বড় কুড়িপাইকা), মোঃ শাহাদৎ (আনন্দপুর), মোঃ সায়েম ভূঁইয়া (হীরাপুর)
আগামী নির্বাচনে আইন-মন্ত্রী আনিসুল হক মহোদয়ের পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী আওয়ামী পরিষদের নব কার্যকারী কমিটি।
Posted ৩:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ নভেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক