| মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ | প্রিন্ট

অমিত হাসান অপু:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আরো একজন করোনা আক্রান্ত হয়েছে তিনি হচ্ছেন বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নারী চিকিৎসক । এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১ জন। মারা গেছেন তিনজন। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বিজয়নগরের ওই চিকিৎসক বর্তমানে ময়মনসিংহে এক আত্মীয়ের বাড়িতে আছেন। নমুনা সংগ্রহ করার পর তিনি সেখানে চলে যান। ওই চিকিৎসক আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের শ্বশুর বাড়ি থেকে বিজয়নগর গিয়ে দায়িত্ব পালন করতেন। বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রাতিষ্ঠানিক সরকারি হোমা কোয়ারেন্টিন সেন্টার।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারী চিকিৎসক কিভাবে আক্রান্ত হলেন সেটি বলা যাচ্ছে না। রিপোর্ট পাওয়ার পর তাঁকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে
Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম


