
| শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০ | 805 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পূর্বাঞ্চল প্রবাসী কল্যাণ সংগঠনের ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষে হতদরিদ্র ও দুস্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় পূর্বাঞ্চল প্রবাসী কল্যান সংগঠনের আয়োজনে এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আখাউড়া দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইব্রাহিম ভূঁইয়া লিটনের সঞ্চালনায় পূর্বাঞ্চল প্রাবাসী কল্যান পরিষদের সভাপতি মো:নেছার আহম্মেদের সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:জালাল উদ্দীন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদানি-রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো:সফিকুল ইসলাম,আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, দক্ষিণ ইউপির সদস্য আবুল কালাম,কালাম ভূইয়া,মিনারা বেগম, মনির মাষ্টার সহ আরো অনেকে
অনুষ্ঠানে এলাকার ২০০শতাদিক হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং কেক কেটে সংঘটনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় ও বিভিন্ন সময়ে সংঘটনের পক্ষে যারা পরিশ্রম করে আসছেন তাদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
Posted ১১:৫০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম