
| সোমবার, ১১ জুন ২০১৮ | 1122 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি: আখাউড়া পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ শুরু হয়েছে। পৌরসভার ১ ও ২ নং ওয়াডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব-দু:স্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সচিব মো:ফারুক হোসেন উপ সহকারী প্রকৌশলী ফয়সাল আহম্মেদ খান ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মো:বাহাদুর মিয়া প্রমুখ। পৌরসভার উপ সহকারী প্রকৌশলী মো:ফয়সাল আহম্মেদ খান জানান পৌরসভায় মোট ৪৬২১জনকে ভিজিএফ এর চাওল বিতরণ করা হবে।এর মধ্যে ১৫০০ জনের চাল বিতরণ সম্পুন্য হয়েছে।উল্লেখ্য ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর আওতায় প্রত্যেক জনকে ১০ কেজি করে চাওল বিতরন করা হচ্ছে।
Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ১১ জুন ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক