শুক্রবার ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম >>

আখাউড়া পৌরসভা কে পানি প্রকল্পের জন্য জমি কিনে দিচ্ছেন-আইনমন্ত্রী

মো:সাইফুল ইসলাম   |   বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ | 538 বার পঠিত | প্রিন্ট

আখাউড়া পৌরসভা কে পানি প্রকল্পের জন্য জমি কিনে দিচ্ছেন-আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা ১২০ কোটি টাকা ব্যয়ে একটি পানি সরবরাহ প্রকল্প করতে যাচ্ছে।সে প্রকল্পের জন্য ব্যক্তিগত টাকায় ভূমি কিনে দিচ্ছেন কসবা আখাউড়া স্থানীয় সংসদ সদস্য আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার ৪৮ লাখ টাকা ব্যয়ে ওই ভূমির জায়গার বায়না পত্র দলিল হয়েছে।জমিটি পৌর এলাকার তারাগন গ্রামে অবস্থিত।সাড়ে ৩২ শতাংশ ওই জমির মালিক সুজন বণিক ও রাজন বণিক দুই ভাই বৃহস্পতিবার মন্ত্রির নামে ১০ লাখ টাকার বায়নাপত্র দলিল করে দিয়েছেন। জমির মূল্য ৪৮ লাখ টাকা। দলিল সম্পাদন করে পৌরসভাকে জায়গাটি মন্ত্রী দান করবেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরসভায় ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন প্রকল্প বাস্তবায়নের জন্য ২০১৯ সালে ১২০ কোটি টাকার একটি প্রকল্প দেয় বিশ্ব ব্যাংক।


কিন্তু প্রকল্পটি বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষ চাহিদা মাফিক জমি কিনতে না পারায় প্রকল্পটি ভেস্তে যেতে বসে। এ অবস্থায় পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী এড. আনিসুল হকের শরনাপন্ন হন।

পরে আইনমন্ত্রীর হস্তক্ষেপ ও সুপারিশে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে বিশ্ব ব্যাংক। আইনমন্ত্রী আনিসুল হক নিজে আগ্রহী হয়ে পৌরসভাকে দান করার জন্য শহরের তারাগনে অর্ধ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩২.৫০ শতক জমি কিনেছেন।

আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, পৌরসভা জমি কিনতে হলে দীর্ঘ সময়ের প্রয়োজন। এতে প্রকল্পটি চলে যেতে পারে। এঅবস্থায় আইনমন্ত্রী আনিসুল হক জমি কিনে পৌরসভাকে দান করার ঘোষণা দিয়েছেন। এতে পৌরবাসী বিরাট উপকৃত হলো। আইনমন্ত্রী মানুষকে ভালোবাসেন। জমি দানের মাধ্যমে তা আবারও প্রমান দিয়েছেন। এ অবদানের পৌরবাসীর হৃদয়ে চীর স্মরনীয় হয়ে থাকবেন। পৌরবাসীর পক্ষ থেকে আমি উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


Facebook Comments Box


Posted ৮:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com